এইমাত্র
  • সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস
  • ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
  • মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়
  • দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
  • হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
  • পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ লেখা পোস্ট শেয়ার করলেন সারজিস
  • 'তাণ্ডবে' শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম
  • সরিয়ে দেওয়া হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে
  • আজ মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ | ২৯ এপ্রিল, ২০২৫

    মঙ্গল গ্রহ

    মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট (InSight) ল্যান্ডার থেকে পাওয়া নতুন সিসমিক (ভূকম্পন) ডেটার বিশ্লেষণে মঙ্গল গ্রহের গভীরে তরল পানির উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

    গবেষকরা ২০২৪ সালে প্রস্তাব করেছিলেন যে, মঙ্গলের গভীর ভূত্বকের (প্রায় ১১.৫ থেকে ২০ কিলোমিটার গভীরে) অঞ্চল পানিতে সম্পৃক্ত থাকতে পারে। 

    এই গবেষণাটি মার্সকোয়েক (Marsquake) বা মঙ্গলের ভূমিকম্প থেকে পাওয়া সিসমিক তরঙ্গের গতি বিশ্লেষণ করে করা হয়েছে। যা সম্প্রতি আরও জোরালো সমর্থন পেয়েছে।

    মঙ্গলের ভূগর্ভে তরল পানি?

    জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ইকুও কাটায়ামা এবং মেরিন জিওডায়নামিকস গবেষণা ইনস্টিটিউটের ইউয়া আকামাতসু নিশ্চিত করেছেন, নতুন এই ডেটা তরল পানির অস্তিত্বের ধারণাকে আরও জোরদার করছে।

    কাটায়ামা বলেন, ‘অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, প্রাচীন মঙ্গলে প্রায় বিলিয়ন বছর আগে পানি ছিল। তবে আমাদের মডেল ইঙ্গিত দিচ্ছে যে, আজকের মঙ্গলেও তরল পানি থাকতে পারে’।

    গবেষণার ভিত্তি: ইনসাইটের সিসমিক ডেটা

    এই গবেষণার ভিত্তি ছিল নাসার ইনসাইট ল্যান্ডারের SEIS (Seismic Experiment for the Interior Structure) যন্ত্র থেকে পাওয়া ভূকম্পন সংক্রান্ত ডেটা। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মঙ্গলের পৃষ্ঠে কাজ করা ইনসাইট প্রথমবারের মতো মঙ্গলে ভূকম্পন পরিমাপ করেছে।

    SEIS তিন ধরনের সিসমিক তরঙ্গ শনাক্ত করেছিল:

    P-ওয়েভস (Compression waves): শব্দ তরঙ্গের মতো সামনে-পেছনে দুলে চলে।

    S-ওয়েভস (Shear waves): নিচে-ওপরে কম্পনের মাধ্যমে তরঙ্গ তৈরি করে।

    সারফেস ওয়েভস: জলাশয়ের পানিতে সৃষ্টি হওয়া ছোট ছোট ঢেউয়ের মতো গ্রহের পৃষ্ঠ বরাবর চলাচল করে।

    এই তরঙ্গগুলোর গতি এবং গতিপথ বিশ্লেষণ করে গবেষকরা মঙ্গলের ভূগর্ভে তরল পানির অস্তিত্বের সম্ভাবনা উন্মোচন করেছেন।

    মঙ্গলগ্রহে জীবন খোঁজার নতুন দিগন্ত

    এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি মঙ্গলের ভূগর্ভে তরল পানি থাকে, তাহলে সেখানে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও থাকতে পারে। ভবিষ্যতে মঙ্গল গবেষণা ও মানব অভিযানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। 

    সূত্র: জিও নিউজ

    এমআর

    মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর ঘোষণা ট্রাম্পের


     


    যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদ। অভিষেক বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ঘোষণা দেন ট্রাম্প।


    তিনি বলেন, ‘খুব শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘‘আমেরিকা উপসাগর’’ রাখব।’ এছাড়াও, যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানোর ও মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।


    অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা মহাবিশ্বে আমাদের ভাগ্য অনুসরণ করব। মঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করব।’ এই ঘোষণার পর হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।


    এমএইচ

    Loading…